নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ চেম্বার ব্যবসায়িক সংগঠন হিসেবে ব্যবসায়ীদের নিয়ে কাজ করার পাশাপাশি কিছু সামাজিক দায়িত্বও পালন করে থাকে। সে প্রেক্ষিতে সামনে বৃষ্টি ও বর্ষার সময় চলে আসছে। আমরা দেখেছি ডিএনডি প্রজেক্টের কাজ এখনো পুরাপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি। আমরা চেম্বারের পক্ষ থেকে স্ব-স্ব দপ্তরের সাথে আলোচনার মাধ্যমে অসম্পন্ন কাজগুলোকে সম্পন্ন করার চেষ্টা করবো। এতে নারায়ণগঞ্জ ব্যবসায়ী মহলসহ নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যনির্বাহী পরিষদের ২য় সভায় অংশ নিয়ে এ কথা বলেন দিপু ভূঁইয়া।
এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ইনভেষ্টম্যান্ট সামিটের আওতায় বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলগুলোকে বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড) প্রচেষ্টায় বৈদিশক ইনভেষ্টম্যান্টের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলগুলোকে অধিক উন্নয়ণের চেষ্টা চলছে। এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য আমাদের নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনামিক জোন।
তিনি আরো বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোের্ড) এবং বাংলাদেশ জাপান জয়েন্ট বেঞ্চার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রির সাথে আলোচনার মাধ্যমে চেষ্টা করবো, আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনোমিক জোন, পাশাপাশি নারায়ণগঞ্জে অন্যান্য জায়গাতেও যেন বৈদেশিক ইনভেষ্টমেন্টের মাধ্যমে ইন্ডাষ্ট্রিয়াল জোন তৈরি করা যায়। আমরা জানি বাংলাদেশ ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টে অনুপ্রেরনার জন্য নামে মাত্র মুনাফা হারে ইনভেষ্টার লোন প্রসেস করে থাকে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সরকারি বেসরকারি ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করে এ ধরনের সুবিধা কিভাবে নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে।’