‘বাংলাদেশের কল্যাণ ভারতের রক্তে মিশে আছে’

‘বাংলাদেশের কল্যাণ ভারতের রক্তে মিশে আছে’

নয়াদিল্লিতে এক সম্মেলনে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর দাবি করেছেন—বাংলাদেশের মঙ্গল কামনায় বিশ্বের আর কোনো দেশ ভারতের মতো আন্তরিক নয়। এমনকি এই মনোভাব ভারতের ডিএনএ-তে বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি।

৯ এপ্রিল, বুধবার ভারত মণ্ডপে অনুষ্ঠিত নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ সামিট “রাইজিং ইন্ডিয়া ২০২৫”-এ ভাষণ দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং এটি জনমুখী, জনগণের মনস্তত্ত্বে প্রোথিত এক ঐতিহাসিক সংযোগ। এটা অন্য সম্পর্কের চেয়ে অনেক গভীর।”

বাংলাদেশে সম্প্রতি সংঘটিত বিভিন্ন ঘটনা এবং সমাজে দেখা দেওয়া ধর্মীয় মৌলবাদের প্রতি ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন, “আমরা উদ্বিগ্ন। সংখ্যালঘুদের ওপর হামলার খবর আমাদের ভাবাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি, বন্ধু হিসেবে আমাদের উচিত খোলামেলা মনোভাবে এই উদ্বেগগুলো প্রকাশ করা।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, বাংলাদেশ তার সঠিক পথেই এগোবে। অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখবে।”

সম্প্রতি থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের সময় নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “ওই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা ছিল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার। ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই বিশেষ।”

তিনি বক্তব্যের শেষাংশে বলেন, “আমরা বাংলাদেশের জনগণের পাশে ছিলাম, আছি, এবং থাকব। আমাদের আন্তরিকতা এবং শুভকামনা নিয়ে কোনো সন্দেহ থাকার সুযোগ নেই। ভারত বাংলাদেশের মঙ্গলেই নিজের মঙ্গল দেখে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ