৬০ দিনের মধ্যে এসএসসি ফল প্রকাশ হবে: শিক্ষা উপদেষ্টা

৬০ দিনের মধ্যে এসএসসি ফল প্রকাশ হবে: শিক্ষা উপদেষ্টা

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ৬০ দিনের মধ্যেই হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে তিনি জানান, ফল প্রকাশের প্রস্তুতি দ্রুততার সঙ্গে চলছে এবং প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “যেসব উৎস থেকে আগে প্রশ্ন ফাঁস হতো, সেগুলো আমরা ইতোমধ্যে বন্ধ করে দিয়েছি। তাই এবার এমন কোনো আশঙ্কা নেই।”

এদিন সকাল ১০টা থেকে ৯টি বোর্ডের অধীনে ২,২৯১টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। সারাদেশে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে।

পরীক্ষা শেষ হবে ১৩ মে, আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সতর্ক রয়েছে।

শিক্ষা উপদেষ্টা হঠাৎ করে কেন্দ্র পরিদর্শনে যান এবং অল্প সময় সেখানে অবস্থান করেন, যা পূর্বের গুঞ্জনকেই সত্য প্রমাণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ