নারায়ণগঞ্জ মহানগর বিএনপির লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির লিফলেট বিতরণ

গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে শহরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি প্রতিবাদ ও সংহতি র‌্যালিকে সফল করতে শহরে লিফলেট বিতরণ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে সফল করতে শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

এসময়ে শহরের মিশন পাড়া থেকে শুরু করে চাষাড়া হয়ে বিবি রোড় দিয়ে গ্ৰীনেজ ব্যাংকের মোড় ঘুরে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে দিয়ে দুই নং রেলগেইট হয়ে আবারও চাষাড়া বালুর মাঠ নুর মসজিদে সামনে এসে শেষ হয়। তারা শহরের বিভিন্ন দোকানদার, হকার, পথচারী, রিক্সা চালকসহ মসজিদের মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ