শুল্ক স্থগিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

শুল্ক স্থগিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনুস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় জানিয়েছেন, চীন ছাড়া বিশ্বের বাকি দেশগুলোর ওপর নতুন করে আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে এই সময়ের জন্য ন্যূনতম ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর থাকবে।

এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার অফিসিয়াল ফেসবুক পেজে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, “আপনার ইতিবাচক সাড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

এর আগে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে। পরদিনই চীন একই হারে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। উত্তপ্ত এই বাণিজ্য যুদ্ধের মাঝেই ট্রাম্প বিশ্ববাজারের স্বার্থে কৌশলগতভাবে কিছুটা নমনীয় অবস্থান নেন।

ট্রাম্প বলেন, “চীনের প্রতারণামূলক বাণিজ্য নীতির কারণে আমরা বাধ্য হয়েছি কঠোর পদক্ষেপ নিতে। তবে বিশ্বের অন্য দেশগুলো আমাদের সঙ্গে সমঝোতার পথে রয়েছে। তারা শুল্ক, মুদ্রা কারসাজি ও বাণিজ্য বাধা নিয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।”

চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়ে ট্রাম্প আরও লেখেন, “আমরা আশা করি বাকি দেশগুলো বুঝবে, যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে ব্যবসা করার যুগ শেষ।”

বাংলাদেশের জন্য এ ঘোষণার তাৎপর্য ব্যাপক। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির অন্যতম বড় গন্তব্য। অতিরিক্ত শুল্কের বোঝা বহন করতে হলে পোশাকশিল্পসহ বহু খাত ক্ষতিগ্রস্ত হতো।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এখন বাংলাদেশকে কৌশলীভাবে সময় কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছাতে হবে, যাতে ভবিষ্যতে এমন শুল্ক হুমকিতে পড়তে না হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ