গণহত্যার দায়ে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার এবং বিচার কার্যক্রম দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচন না করার বিষয়ে ঐকমত্য হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে।
বুধবার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে হেফাজত চারটি শর্ত দেয়—
১. আওয়ামী লীগের বিচার,
২. দলটির নিবন্ধন বাতিল,
৩. বিচারের কার্যক্রম নির্বাচনের আগেই শুরু,
৪. দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা।
বিশ্লেষকরা বলছেন, এই দাবি মেনে নিতে গেলে নির্বাচন ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
বৈঠকে হেফাজতের পক্ষে ছিলেন মাওলানা সাজেদুর রহমান, মামুনুল হকসহ শীর্ষস্থানীয় নেতারা। এনসিপির পক্ষ থেকে অংশ নেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা।
বৈঠক শেষে এনসিপির আরিফুল ইসলাম বলেন, “চারটি বিষয়ে শতভাগ ঐকমত্য হয়েছে। আমরা জনগণের পক্ষ থেকে ন্যায্য দাবি জানিয়েছি।”