বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে ‘অপরিবর্তিত’

বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে ‘অপরিবর্তিত’

চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারে নেমে এসেছে, যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। তেলের এই দরপতনের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পালটা শুল্ক আরোপকে।

তবে বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম অপরিবর্তিত। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত হবে চলতি মাসের শেষে।

বিপিসি বলছে, আন্তর্জাতিক দাম কমলেও ডলারের উচ্চমূল্য ও আগের মাসের আমদানি ব্যয় মূল্য নির্ধারণে প্রভাব ফেলছে। বর্তমানে ডিজেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১০৫ টাকা, পেট্রোল ১২২ টাকা এবং অকটেন ১২৬ টাকা দরে।

বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান বলেন, দাম এখনকার মতো কম থাকলে আগামী মাসের সমন্বয়ে প্রভাব পড়বে। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় ৪ বছর আগের দামে ফেরা সম্ভব হবে না। বিপিসির অস্বাভাবিক মুনাফা করার কোনো সুযোগ নেই; বরং তেলের দাম ভোক্তার জন্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করে বিপিসি।

বিশ্লেষকদের মতে, তেলের এই নিম্নদাম দীর্ঘস্থায়ী হলে আগামী মাসে মূল্য কমার সম্ভাবনা রয়েছে। তবে বিপিসি বলছে, দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা থাকলেও ৪ বছর আগের স্তরে ফেরা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ