মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত পালটা শুল্ক ক্যাম্পেইন থেকে আংশিকভাবে সরে এসেছেন। বিশ্বের অধিকাংশ দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত তিনি ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। কিন্তু চীনের ক্ষেত্রে শুল্ক ১০৪% থেকে বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিয়েছেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “৯০ দিনের জন্য পালটা শুল্ক স্থগিত করেছি। কিন্তু চীনের বাজার ব্যবস্থার প্রতি অসম্মানের কারণে তাদের জন্য বাড়তি শুল্ক অবিলম্বে কার্যকর হবে।”
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, যারা আলোচনায় আসবে, তারা পুরস্কৃত হবে—এই বার্তাই দিচ্ছে এই সিদ্ধান্ত। বাণিজ্যমন্ত্রী লুটনিক জানান, এই পোস্ট লেখার সময় তারা ট্রাম্পের পাশে ছিলেন।
এ ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, বাণিজ্য নীতিতে স্থিতিশীলতা ফিরে আসার আভাসেই বাজার চাঙা হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রে পূর্বঘোষিত ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্তও এই স্থগিতাদেশের আওতায় পড়ছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
চীনকে বাদ দিয়ে এই শুল্ক স্থগিত করাকে বিশ্লেষকরা কৌশলী ও রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন।