ঈদযাত্রা: ১৫ দিনে নিহত ৩৫২, আহত ৮৩৫

ঈদযাত্রা: ১৫ দিনে নিহত ৩৫২, আহত ৮৩৫

পবিত্র ঈদুল ফিতরের ২০২৫ সালের যাত্রা ছিল কিছুটা ‘কম দুর্ঘটনাপূর্ণ’ হলেও প্রাণহানি রয়ে গেছে উদ্বেগজনক পর্যায়ে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, ঈদকে কেন্দ্র করে গত ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছেন।

বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন সংগঠনের নেতারা।

সড়ক দুর্ঘটনা ছিল এবারের ঈদে সবচেয়ে বেশি। ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৮২৬ জন। রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে, নৌপথে চারটি দুর্ঘটনায় মারা গেছেন ১০ জন।

যাত্রী কল্যাণ সমিতির দেওয়া তথ্য মতে, মোটরসাইকেলই এবার সবচেয়ে প্রাণঘাতী বাহনে পরিণত হয়েছে। এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনাতেই ১৫১ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদযাত্রার শুরু থেকে কর্মস্থলে ফেরার পুরো সময়ে মোট দুর্ঘটনার ৩৮.৪১ শতাংশ জাতীয় মহাসড়কে, ২১.২৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ৩৪.৬০ শতাংশ ফিডার রোডে ঘটেছে।

গত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ২১.০৫ শতাংশ, প্রাণহানি ২০.৮৮ শতাংশ ও আহতের সংখ্যা ৪০.৪১ শতাংশ কমেছে।

সমিতির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া বলেন, “প্রতি বছরই ঈদের যাত্রায় একেকটা রক্তের স্রোত বয়ে যায়। এবার কিছুটা কমেছে, তবে সেটা যথেষ্ট নয়। এখনও আমাদের অনেকদূর যেতে হবে সড়ক নিরাপত্তায়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব তাওহীদুল হক লিটন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক আলাউদ্দিন মাসুদ, নির্বাহী সদস্য অধ্যক্ষ রফিকা আফরোজসহ অনেকে।

সংগঠনটির পক্ষ থেকে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ