বিনিয়োগে বাংলাদেশকে ‘বিশ্ব-পরিবর্তনের প্ল্যাটফর্ম’ বললেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে বাংলাদেশকে ‘বিশ্ব-পরিবর্তনের প্ল্যাটফর্ম’ বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের বিকাশমান ব্যবসা ও উদ্ভাবনী ধারণাগুলোকেই ভবিষ্যতের বিশ্বকে বদলে দেওয়ার মূল শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের তরুণ সমাজ, উদ্যোক্তা এবং উদ্ভাবকেরা এমন কিছু চিন্তা ও কার্যক্রম শুরু করেছে, যা শুধু দেশের গণ্ডিতে আটকে নেই, বরং পৃথিবীজুড়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”

বিশ্বব্যাপী প্রসার লাভ করা ক্ষুদ্রঋণের ধারণা তুলে ধরে ইউনূস বলেন, “যেটি একসময় বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে শুরু হয়েছিল, সেটিই এখন আমেরিকার অন্যতম বড় ব্যবসায়িক মডেলে রূপ নিয়েছে।” তিনি আরও বলেন, “একটি ছোট চিন্তা কতটা বড় রূপ নিতে পারে, বাংলাদেশের উদাহরণ থেকেই তা বোঝা যায়।”

ড. ইউনূসের মতে, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে, যেখানে শুধু নিজ দেশের উন্নয়ন নয়, বিশ্বের জন্যও অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামাজিক পরিবর্তনের রূপরেখা দিতে পারে।

তিনি বলেন, “বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ শুধু একটি গন্তব্য নয়, এটি একটি প্ল্যাটফর্ম—যেখান থেকে বিশ্বকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব।”

উল্লেখযোগ্য যে, সম্মেলনের সূচনা হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৯ এপ্রিল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে। অনুষ্ঠানে ড. ইউনূস বিনিয়োগে অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকসকে পুরস্কৃত করেন।

বক্তব্যের এক পর্যায়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে গিয়ে আবেগে কেঁপে ওঠেন তিনি। কিছুক্ষণ থেমে গিয়ে বলেন, “এই দেশ এক বুক রক্ত দিয়ে গড়া, তাই আজকের উন্নয়ন আমাদের সবার সম্মিলিত অর্জন।”

এ সম্মেলন চলবে ১০ এপ্রিল পর্যন্ত, যেখানে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিদল, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা। দেশের উন্নয়ন ও বৈশ্বিক সম্ভাবনার চিত্র তুলে ধরতেই এই আয়োজন, বলছে বিডা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ