লন্ডনে গভর্নরের সফর: পাচার হওয়া সম্পদের পুনরুদ্ধারে কূটনৈতিক তৎপরতা

লন্ডনে গভর্নরের সফর: পাচার হওয়া সম্পদের পুনরুদ্ধারে কূটনৈতিক তৎপরতা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের লন্ডন সফর ১৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনার জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালান। সফরের অংশ হিসেবে গভর্নর যুক্তরাজ্যের সংসদ ভবনে দুর্নীতিবিরোধী অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে বৈঠক করেন এবং সেখানে চুরি হওয়া সম্পদ উদ্ধারকে একটি নৈতিক, রাজনৈতিক, ও অর্থনৈতিক দায়িত্ব হিসেবে তুলে ধরেন।

ড. মনসুর ১৯ মার্চে লন্ডনে একটি সম্পদ পুনরুদ্ধার সেমিনারে অংশগ্রহণ করেন, যেখানে ৩০টিরও বেশি আইন ও তদন্ত প্রতিষ্ঠান অংশ নেয়। তিনি বলেন, এই উদ্ধার প্রক্রিয়া ইতিহাসের অন্যতম বৃহৎ ও জটিল প্রক্রিয়া হবে, যেখানে বেসরকারি আইনজীবী, তদন্তকারী এবং আর্থিক সহায়তাকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার সফরে ৭৫০টি মোবাইল অপারেটরের প্রতিনিধিত্বকারী জিএসএমএ-এর সঙ্গে আলোচনা করেন, যেখানে নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এটি বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি ও আন্তঃসংযোগের ভবিষ্যতকে আরও উন্নত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ