এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার; গুজব নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার; গুজব নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন

এ বছরের এসএসসি পরীক্ষা বৃহস্পতিবার, ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে, যেখানে প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নেবে। এবারের এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে অনুষ্ঠিত প্রথম পাবলিক পরীক্ষা এবং এর মাধ্যমে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এই পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনা করতে গুজব ও অপতৎপরতা ঠেকাতে কঠোর মনিটরিং টিম গঠন করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবির জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেছে।

এছাড়া, গত বছরের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা পরীক্ষা দিতে সক্ষম হন। জেলা প্রশাসকদের নির্দেশনায় এই শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।

পরীক্ষা চলাকালীন সময়ে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ