এনডিবির এক বিলিয়ন ডলারের ঋণ সহায়তা বাংলাদেশকে

এনডিবির এক বিলিয়ন ডলারের ঋণ সহায়তা বাংলাদেশকে

বাংলাদেশের অবকাঠামো, গ্যাস ও বেসরকারি খাতে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভের মধ্যে।

এনডিবি ইতিমধ্যে সম্প্রসারিত ঢাকা ওয়াটার সাপ্লাই প্রকল্পে ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে। তবে উন্নয়ন চাহিদা ও প্রকল্প বাস্তবায়নের গতি দেখে ব্যাংকটি আরও বড় পরিসরে সহায়তা দিতে সম্মত হয়েছে।

ভ্লাদিমির কাজবেকভ বৈঠকে বলেন, “বাংলাদেশের গ্যাস খাতের ভৌত অবকাঠামো উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আমরা বেসরকারি খাতে অর্থায়নের মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে চাই।”

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “শুধু অবকাঠামো নয়, সামাজিক খাত যেমন—অর্থনৈতিক অঞ্চলে শ্রমিকদের আবাসন সুবিধা তৈরি করাও সময়ের দাবি। এনডিবিকে সেই খাতেও এগিয়ে আসা উচিত।”

তিনি আরও বলেন, “একটি শক্তিশালী বহুপক্ষীয় ঋণদাতা সংস্থা হিসেবে এনডিবির ভূমিকা বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে।”

এনডিবির ভাইস প্রেসিডেন্ট জানান, সংস্থাটি মাল্টি-কারেন্সি ঋণ সুবিধা চালু করেছে, যা বৈদেশিক মুদ্রার উপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, “আমরা চাই এনডিবি বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ কর্মপরিকল্পনা নিক এবং তার ভিত্তিতে অর্থায়ন করুক।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ ও এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ