বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর ‘সি’ ক্যাটাগরির কাউন্সিলর পদে পুনরায় প্রার্থীতা ঘোষণা করেছে। লন্ডনের আইএমও সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে আইএমওর মহাসচিবসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ড. সাখাওয়াত তার বক্তব্যে বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, কনভেনশন বাস্তবায়ন, ডিজিটালাইজেশন এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এ উপলক্ষে আইএমও সচিবালয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রেপ্লিকা জাহাজ উপহার হিসেবে তুলে দেন উপদেষ্টা। ১৯৭৬ সালে আইএমওতে সদস্যপদ লাভের পর প্রথমবারের মতো এমন একটি স্থায়ী জাহাজ মডেল আইএমও সদর দপ্তরে স্থান পায়।
নৌপরিবহণ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের প্রার্থিতার পেছনে রয়েছে টেকসই মেরিটাইম উন্নয়ন এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তায় সক্রিয় অংশগ্রহণের লক্ষ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম, ডেপুটি হাইকমিশনার হযরত আলী খান, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম এবং কাউন্সিলরদ্বয় ক্যাপ্টেন শামীম ও মৌমিতা জিনাত।
বাংলাদেশ আশাবাদী যে, আইএমওর গুরুত্বপূর্ণ এ ফোরামে তাদের পুনর্নির্বাচন আন্তর্জাতিক নৌপরিবহণ ক্ষেত্রে দেশের নেতৃত্ব শক্তিশালী করবে।