প্রান্তিক জিডিপি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে

প্রান্তিক জিডিপি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে

দেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা প্রশমিত হওয়ায় অর্থনীতিতে ধীরে ধীরে গতি ফিরে আসছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে প্রান্তিক জিডিপিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশে। এর আগের প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) এই হার ছিল মাত্র ১ দশমিক ৮১ শতাংশ।

রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে আগস্ট–সেপ্টেম্বরে ছাত্র–জনতার আন্দোলন এবং সরকার পতনের ঘটনার পর দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি নেমে এসেছিল, তা অক্টোবর থেকে কিছুটা কাটিয়ে উঠতে শুরু করে। পরিস্থিতির কিছুটা স্থিতিশীল হওয়ায় ব্যবসা-বাণিজ্যে গতি বাড়ে এবং সরকারি খাতেও বিনিয়োগ বৃদ্ধি পায়।

এই পরিবর্তনের ফলে কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধির ধারা দেখা যাচ্ছে। শিল্প খাতেও কিছুটা উন্নতি হয়েছে, যদিও সেই গতির মাত্রা এখনো অনেকটাই ধীর। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে হলে এই ইতিবাচক ধারা ধরে রাখার পাশাপাশি নীতি ও কাঠামোগত সংস্কারে মনোযোগ দিতে হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশ প্রতি তিন মাস অন্তর জিডিপির হিসাব প্রকাশ করছে। এতে দেশের অর্থনৈতিক গতিপ্রবাহ আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ