বাংলাদেশ ব্যাংক দেশের নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিলটি মূলত স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ব্যবহৃত হবে, যাতে তারা তাদের ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় মূলধন পেতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের স্টার্টআপ কানেক্ট সেশনে এই ঘোষণা দেন।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘এই তহবিলটি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে এবং শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে, যাতে নতুন উদ্যোক্তাদের জন্য প্রক্রিয়া সহজ হয়’। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের উদ্যোক্তা পরিবেশকে আরও উৎসাহিত করা এবং নতুন উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠার পথে সহায়তা প্রদান করা।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের স্টার্টআপ কানেক্ট সেশনে দেশের তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এসময় প্রবন্ধ উপস্থাপন করেন তানভীর আলী, যিনি কানাডার নাগরিক এবং বাংলাদেশি বংশোদ্ভূত। প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হলেও এখনও স্টার্টআপ খাতে বিনিয়োগ অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় কম। তিনি এই বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই সম্মেলনে বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর ক্ষেত্রে ট্রেড লাইসেন্সসহ সরকারি প্রক্রিয়া একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, প্রতিবছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে উদ্যোক্তাদের নানা সমস্যা দেখা যায়।
তিনি জানান, সম্মেলনে ৪০টি দেশের ৫ শতাধিক বিদেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। তাদেরকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরিয়ে দেখানো হবে, যাতে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ আকর্ষিত হয়।
বিডার চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোক্তার অভাব নেই, তবে স্টার্টআপ তহবিলের অভাবে তারা ব্যবসা শুরু করতে পারেন না। বাংলাদেশ ব্যাংক এই পরিস্থিতি বিবেচনায় এনে ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে।”
উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে খাগড়াছড়ি ও পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোক্তারা একত্রিত হয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন। এবার বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী সহায়তাকারী তহবিল গঠন করা হবে, যা উদ্যোক্তা সমাজের জন্য এক বড় দারুণ সুযোগ সৃষ্টি করবে।