সিনেমার দুনিয়ায় রোনালদো

সিনেমার দুনিয়ায় রোনালদো

ফুটবল মাঠে যিনি বছরের পর বছর ধরে রাজত্ব করে চলেছেন, সেই ক্রিশ্চিয়ানো রোনালদো এবার নাম লিখিয়েছেন একেবারে ভিন্ন এক জগতে—সিনেমার দুনিয়ায়। তবে এবার তিনি পর্দায় নয়, কাজ করছেন পর্দার পেছনে। হলিউডের সিনেমায় বিনিয়োগের মাধ্যমে প্রযোজনায় নাম লিখিয়েছেন এই ফুটবল কিংবদন্তি।

এই লক্ষ্য সামনে রেখে রোনালদো গঠন করেছেন একটি নতুন প্রযোজনা প্রতিষ্ঠান, যার নাম “ইউআর-মারভ”। এতে তার সঙ্গে যুক্ত হয়েছেন বিখ্যাত ব্রিটিশ পরিচালক ও প্রযোজক ম্যাথিউ ভন, যিনি “কিংসম্যান” ও “এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস” খ্যাত।

নতুন এই স্টুডিওর মূল লক্ষ্য ‘ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণ’। এরই মধ্যে এই স্টুডিও থেকে দুটি অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ হয়ে গেছে এবং তৃতীয় সিনেমার কাজ চলছে।

আকর্ষণীয় তথ্য হলো, নির্মিতব্য সিনেমাগুলোর শুধু বিনিয়োগকারী হিসেবেই নয়, রোনালদো নিজেও জড়িত গল্প ভাবনায়। ম্যাথিউ ভন জানিয়েছেন, ‘রোনালদো এমন একটি গল্প এনেছেন, যা আমি নিজে কখনও ভাবতেও পারিনি। এই সিনেমা নিয়ে আমি খুবই উৎসাহী।’

ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের এক নতুন উত্তেজনাকর অধ্যায়। আমি ব্যবসায় নতুন উদ্যোগে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ফুটবলের মাঠে তিনি যেমন চমক দেখিয়েছেন, এবার কি বড়পর্দাতেও তার সেই জয়যাত্রা অব্যাহত থাকবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিনোদন ও ক্রীড়াপ্রেমীদের মনে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ