ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা: শান্তিপূর্ণ উৎসব উদযাপন

ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা: শান্তিপূর্ণ উৎসব উদযাপন

এবার ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ছিনতাই, ডাকাতি, চুরি কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ছিল প্রায় শূন্যের কোঠায়। রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে মানুষ।

সাধারণত ঈদের ছুটিতে নগরীতে অপরাধপ্রবণতা বেড়ে যায়, তবে এবার চিত্র ছিল একেবারে ভিন্ন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, ডিবি, সিটিটিসি ও অন্যান্য সংস্থার তৎপরতায় শহর ও গ্রাম সর্বত্র ছিল কড়া নিরাপত্তা।

আইজিপি বাহারুল আলমের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে ছিলেন। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়, যা নিশ্চিত করেছে নিরাপদ ঈদযাত্রা। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখে সড়কপথে যানজট কমানোর চেষ্টাও ছিল প্রশংসনীয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, এবার ১৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাজধানীর ৫০ থানায় ৭১টি চেকপোস্ট বসানো হয়। এই নিরলস প্রচেষ্টার কারণে এবার ঈদকে বলা হচ্ছে ‘স্বস্তির ঈদ’।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ