বিমসটেক সম্মেলন: ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক আজ

বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক হতে যাচ্ছে ব্যাংককে

বিমসটেক সম্মেলনের ফাঁকে আজ ব্যাংককে বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই দুই নেতার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

এর আগে, বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘসময় ধরে কথা বলেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলো আলোচনা হতে পারে।

বিমসটেক সম্মেলন ২ এপ্রিল শুরু হয়েছে এবং ৪ এপ্রিল শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ