উগ্রপন্থা দমনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

উগ্রপন্থা দমনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থার উত্থান ঠেকাতে সরকার কঠোর অবস্থানে যাবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার (২ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে ঢাকা আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “শহীদদের চেতনা ও আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করছি। সরকার চায়, জনগণের সহযোগিতায় গণতন্ত্রের বিকাশ নিশ্চিত করতে। গণঅভ্যুত্থানের শহীদদের বিচারের বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে, সবাই মিলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব।”

গণমাধ্যম সংস্কারের বিষয়ে তিনি বলেন, “গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করা হচ্ছে। মফস্বল ও কেন্দ্রীয় গণমাধ্যমের উন্নয়নে কার্যকর পরিবর্তন আনা হবে।”

এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ