বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক সম্মেলনে অংশ নিতে আজ ব্যাংকক যাচ্ছেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো বিমসটেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করতে যাচ্ছে।
সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, সম্মেলনে সাতটি মূল খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে, যার মধ্যে রয়েছে—বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কানেক্টিভিটি।
সম্মেলনে প্রধান উপদেষ্টা বিমসটেকভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এছাড়া, তিনি দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যা আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে।
আগামী ৪ এপ্রিল এক আনুষ্ঠানিক আয়োজনে বাংলাদেশকে বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, বিমসটেক সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো অংশ নিচ্ছে।