গাজার উপর ইসরাইলি হামলায় বুধবার (১ এপ্রিল) আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজার ভূখণ্ডে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৪২৩ জনে পৌঁছেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও শতাধিক মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অনেক মানুষকে উদ্ধার করতে এখনো উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি।
ইসরাইলি হামলার ফলস্বরূপ, গত ১৮ মার্চ থেকে ১ হাজার ৮০ ফিলিস্তিনি নিহত এবং আরও ২ হাজার ৬০০ জন আহত হয়েছে। এই হামলার কারণে ২০২৩ সালের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে।
জাতিসংঘের মতে, গাজায় ইসরাইলি হামলার ফলে ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করেছে, তবে তাদের বর্বর আক্রমণ এখনো অব্যাহত রয়েছে।