বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলনে যোগ দিতে আজ ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে পৌঁছেছেন।

এই সম্মেলনের মধ্য দিয়ে বিমসটেকের নতুন নেতৃত্বের সূচনা হচ্ছে, যেখানে আগামী দুই বছরের জন্য সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ড. ইউনূস। তার নেতৃত্বে সংগঠনটি আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা ও পরিবহন খাতের উন্নয়নে নতুন দিকনির্দেশনা পাবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যোগ দিয়েছেন এবং মেরিটাইম ট্রান্সপোর্ট সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা সংস্থার ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা অনুমোদন করেছেন।

এদিকে, সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

প্রধান উপদেষ্টা আগামীকাল ৪ এপ্রিল রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ