চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার বিরুদ্ধে ‘পর্যাপ্ত’ সাক্ষ্যপ্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার বিরুদ্ধে ‘পর্যাপ্ত’ সাক্ষ্যপ্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘পর্যাপ্ত’ সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, মামলার আনুষ্ঠানিক অভিযোগ শিগগিরই দাখিল করা হবে।

বুধবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, “তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করেছে, সেসবের প্রমাণ অকাট্য। আমরা আদালতে তা প্রমাণ করব।”

তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ২০ এপ্রিল এ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার সময় নির্ধারিত হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট মাসে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করা হয়। এ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছি এবং মামলার আনুষ্ঠানিক অভিযোগ যেকোনো সময় ট্রাইব্যুনালে দাখিল হবে।”

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও দুটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটিতে গুম ও খুনের অভিযোগ এবং অপরটিতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ