সিলেটে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

সিলেটে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

সিলেটের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দুপুরের মধ্যেই ঝড়ের শঙ্কা

বুধবার (২ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সন্ধ্যা পর্যন্ত বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে

আবহাওয়া অফিসের অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সতর্কতা ও পরামর্শ

ছোট নৌযান ও ট্রলার চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বজ্রপাতের সময় গাছের নিচে বা খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষকদের ক্ষেতের কাজ দ্রুত শেষ করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈশাখের আগে এমন ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঘটনা আরও কয়েকবার ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ