বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য ঈদের দিনই এলো দারুণ এক সুখবর। দীর্ঘ ১৭ বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরের সুযোগ পাচ্ছে টাইগাররা। ২০০৮ সালের পর এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল।
২০২৬ সালে হবে বহুল প্রতীক্ষিত সফর
প্রাথমিক সূচি অনুযায়ী এই সফরটি হওয়ার কথা ছিল ২০২৭ সালে। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট সূচির ব্যস্ততার কারণে এটি এক বছর এগিয়ে আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ায় পা রাখবে টাইগাররা।
কোথায় হবে সিরিজ?
এই সফরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নর্দান টেরিটরির ডারউইনে। ২০০৮ সালে শেষবার বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া সফর করেছিল, তখনও এই ভেন্যুতেই ওয়ানডে সিরিজ হয়েছিল। এরপর থেকে এখানে আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের মাধ্যমে ১৭ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ডারউইনে।
ফরম্যাট এখনো চূড়ান্ত নয়
অস্ট্রেলিয়া সফরের ম্যাচগুলো কোন ফরম্যাটে হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, ডারউইনেই শুরু হবে তাদের নতুন ক্রিকেট মৌসুম, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে।
১৭ বছর পর বহুল প্রতীক্ষিত এই সফর যে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক রোমাঞ্চের উপলক্ষ হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না!