বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন। সোমবার (৩১ মার্চ) লন্ডন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, “ঈদের আনন্দের মধ্যেও আমাদের সতর্ক থাকতে হবে। যারা আমাদের বিজয় মেনে নিতে পারেনি, তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি।”
তারেক রহমান নেতা-কর্মীদের দুঃস্থ ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি পরিবহন মালিকদের প্রতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার অনুরোধ করেন।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ঈদের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”
তারেক রহমানের এই বার্তার পর বিএনপির নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে শেয়ার করছেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছেন।