ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা শুরু, ঢাকার পথে ব্যস্ত সড়কগুলো

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা শুরু, ঢাকার পথে ব্যস্ত সড়কগুলো

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বুধবার (২ এপ্রিল) সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ফেরত যাত্রীদের চাপ দেখা গেছে।

ফেরার কারণ – অফিস খুলছে, ব্যবসা শুরু

বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীরা কাজে ফিরতে শুরু করেছেন। অনেক অফিস বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকেই চালু হচ্ছে, তাই আজ থেকেই ঢাকা ফেরা শুরু হয়েছে। ব্যবসায়ীরাও ব্যবসা চালু রাখতে ফিরে আসছেন।

ঢাকা ফিরতে কেমন অভিজ্ঞতা?

ফেরত যাত্রীদের মতে, বাসে আসতে খুব বেশি সমস্যা হয়নি, তবে ঢাকার ভেতরে পরিবহনের সংকট কিছুটা ভোগান্তির কারণ হয়েছে। সায়েদাবাদে বাস থেকে নামা কামরুল হাসান বলেন, ‘গাড়িতে জায়গা পেয়েছি, কোনো সমস্যা হয়নি। তবে ঢাকায় নেমে পরিবহন পেতে একটু কষ্ট হয়েছে।’

কোন কোন পথে যাত্রীর চাপ বেশি?

যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে আসা বাসগুলোর ভিড় দেখা গেছে। যাত্রীরা মূলত সাইনবোর্ড, শনির আখড়া, ডেমরা, রায়েরবাগ ও জুরাইন এর মতো জায়গায় নেমে যাচ্ছেন।

কেউ কেউ এখনও ঢাকা ছাড়ছেন

অন্যদিকে, এখনও ঢাকার বাইরে যাচ্ছেন অনেকে। যাত্রাবাড়ী ও সায়েদাবাদে বিভিন্ন বাস কাউন্টারে গ্রামের উদ্দেশে রওনা হওয়া যাত্রীদের দেখা গেছে। অনেকে ঈদের ব্যস্ততা শেষে স্বজনদের সঙ্গে সময় কাটাতে দেরিতে ঢাকা ছাড়ছেন। বাস মালিকরা জানান, বহু বাস এখনো খালি যাচ্ছে, তবে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ