বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে শবনম ফারিয়ার কিছু খোলামেলা মন্তব্য সম্প্রতি মিডিয়াতে আলোচনা সৃষ্টি করেছে। একাধিক পত্রিকায় তার বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে, তিনি বলেন, “বিয়েটা ভাগ্যের ব্যাপার, এটা শুধু দুজনের ব্যাপার নয়, দুটি পরিবারের মিলিত হওয়া।” শবনম ফারিয়া জানান, তার প্রথম বিয়ে হয়েছে, তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি এবং এই বিষয়ে মিডিয়া ও দর্শকদের মধ্যে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।
এছাড়া, শবনম এই প্রশ্নের উত্তরে আরও বলেন, “ইন্ডাস্ট্রির অনেকেই আছেন যারা এখনও বিয়ে করেননি, তাদের নিয়েও প্রশ্ন করা উচিত।” তার মতে, বিয়ের মতো ব্যক্তিগত বিষয়কে সবাই ভালোভাবে বুঝে, তবে অত্যাধিক আলোচনায় না গিয়ে একজন মানুষের জীবনকে সম্মান জানানো উচিত।
তিনি বিয়েকে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন, তবে এটি শুধুমাত্র দুই মানুষের সম্পর্কের বিষয় নয়, বরং দুটি পরিবারের সঙ্গেও সম্পর্কিত। পরিবারের সম্মতির ব্যাপারটি তাকে আরও গুরুত্ববহ মনে হয়। আর এই কারণেই, শবনম মনে করেন, তার বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কথা বলার প্রয়োজন নেই, বরং সবাই যেন একে অপরের বিষয়ে সংযত থাকে।