বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বাংলাদেশকে কলঙ্কিত করতে ‘পরাজিত শক্তি’ মিথ্যা তথ্য ছড়িয়ে বিদেশি গণমাধ্যমে প্রচারণা চালাচ্ছে।
বুধবার (২ এপ্রিল) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘অবৈধ অর্থের বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপিকে নিয়ে বিভিন্ন জন উপদেশ দিচ্ছেন, যা মূলত দলের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রের অংশ।’’
নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থানের বিষয়ে যে আলোচনা করা হয়েছে, তার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘‘এটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভরশীল।’’
তিনি আরও বলেন, ‘‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশে প্রয়োজনীয় সংস্কার করা দরকার। বিএনপি কখনোই সংস্কারের বিরুদ্ধে নয়, তবে নির্বাচন ও গণতন্ত্রের রোডম্যাপ স্পষ্ট না হলে ষড়যন্ত্র আরও তীব্র হবে।’’
সম্প্রতি ‘বাংলাদেশ নিজেকে পুনরুজ্জীবিত করছে, ইসলামী কট্টরপন্থীরা একটি উন্মোচন দেখছে’ শিরোনামে নিউইয়র্ক টাইমসে একটি নিবন্ধ প্রকাশিত হয়, যেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও চরমপন্থার উত্থান নিয়ে আলোচনা করা হয়েছে। রিজভী এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ দাবি করে বলেন, ‘‘দেশের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।’’