রাজশাহীতে পরিযায়ী পাখি শিকার করার লিটন হোসেন নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি শ্রীরামপুর এলাকার মৃত তাজি মণ্ডলের ছেলে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক ও নৌপুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার থেকে চারটি মৃত পাখি পাওয়া যায়। পরে আদালত তাকে কারাদণ্ডের নির্দেশ দেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশিক জামান আদালত পরিচালনা করেন।
বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, আটক লিটনের কাছে চারটি মৃত পাতি তিলিহাঁস ও প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা রাজশাহীর পদ্মার চরে প্রায়ই অভিযান চালাই। প্রতিনিয়ত সেখানে পরিযায়ী পাখির মরদেহ পাই। সরকার তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করায় একজন তথ্য দেন যে, সোমবার সন্ধ্যায় বিষ টোপ দেওয়া হয়েছে।
তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিসহ লিটনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনকে জানালে তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশিক জামান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিটনকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।