ঢাকায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা, তদন্তে পিবিআই

অন্যের সম্পত্তি নিজের প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৯ ডিসেম্বর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগে (পিবিআই) কে তদন্ত প্রতিবেদন করে দাখিলের নির্দেশ দেন।

এদিন মামলার বাদী সালমা বেগম আইনজীবীর মাধ্যমে আসামি মো. বশির উদ্দিনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী নাদিম মাহমুদ কালবেলাকে বলেন, জাল দলিল ব্যবহার করে মালিকানা দাবির অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করা হয়েছে। এইটা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমলি আদালতের প্রথম কোন মামলা। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আর্জিতে বলা হয়েছে, মামলার বাদী সালমা বেগম ও তার মেয়ের সম্পত্তিতে একটি মিথ্যা জাল দলিল প্রস্তুত করেন আসামি মো. বশির উদ্দিন। এরপর নিজ নামে মালিকানা দাবি ও প্রচার করে নামজারি করেন।

পরবর্তীতে আসামি বশির উদ্দিন গত ১ অক্টোবর বিকেলে সালমা ও তার মেয়ের ভোগ দখলের সম্পত্তি দখলের চেষ্টা করেন। তারা চিৎকার করলে লোকজন আসলে আসামি চলে যায়৷ এসময় প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ