মেসির নতুন চুক্তির অপেক্ষায় মায়ামি, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের আগ পর্যন্ত পথচলা

মেসির নতুন চুক্তির অপেক্ষায় মায়ামি, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের আগ পর্যন্ত পথচলা

ইন্টার মায়ামির সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন লিওনেল মেসি। ৩৭ বছর বয়সী এই বিশ্বকাপজয়ীর বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত, কিন্তু মার্কিন ফুটবলের দ্রুত বর্ধনশীল বাজার এবং ব্যক্তিগত আগ্রহ মিলে তিনি নতুন চুক্তির দিকে আগাচ্ছেন বলে জানিয়েছে দি অ্যাথলেটিক।

এই চুক্তি শুধুমাত্র মেসির ক্যারিয়ার বাড়ানোর উপায় নয়—এটি একটি সমৃদ্ধ ফুটবল সংস্কৃতির বীজ বপনের অংশ। যুক্তরাষ্ট্রের ফুটবলভিত্তিক স্বপ্নের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্বের সেরা ফুটবলারদের একজন, যিনি ২০২৬ বিশ্বকাপ আয়োজনকারী দেশের ঘরোয়া ফুটবলকে নিজ হাতে গড়ে তুলতে সহায়তা করছেন।

ইন্টার মায়ামির ২০২৬ সালের জন্য নতুন করে নির্মিত ১ বিলিয়ন ডলারের অত্যাধুনিক স্টেডিয়ামে মেসির খেলার বিষয়টি চূড়ান্ত হলে, সেটি ক্লাবটির জন্য এক ইতিহাস গড়া মুহূর্ত হবে। তার উপস্থিতি মানে গ্যালারিভর্তি দর্শক, রেকর্ড ব্রডকাস্টিং রাইটস এবং বহুগুণে বেড়ে যাওয়া স্পনসরশিপ। এই নতুন চুক্তির মাধ্যমে ক্লাবের ব্র্যান্ড ভ্যালু ও আর্থিক সক্ষমতা আরও বাড়বে বলেই আশা করছে কর্তৃপক্ষ।

২০২৩ সালে মেসি যখন মায়ামিতে যোগ দেন, তখন এমএলএস ছিল একটি সম্ভাবনাময় লিগ। কিন্তু তার আগমনের পর থেকেই লিগের আন্তর্জাতিক ফ্যানবেজ ও ম্যাচভিত্তিক দর্শকসংখ্যা অনেক গুণে বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি-সেন্ট্রিক কনটেন্ট লক্ষ লক্ষ মানুষের নজর কাড়ে প্রতিদিন।

বার্সেলোনার সতীর্থ আলবা, বুসকেটস ও সুয়ারেজকে সঙ্গে নিয়ে মাঠে নামা মানেই রীতিমতো ‘গ্যালাক্টিকো টাইম’—যা আগে কেবল ইউরোপীয় লিগে দেখা যেত। এখন সেটি চলছে আমেরিকায়, আর সেই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি।

এই চুক্তি মেসির জন্য ক্যারিয়ারের শেষ দিকটায় স্থায়িত্ব ও নেতৃত্বের একটি মঞ্চ তৈরি করবে, যেখানে তিনি শুধুমাত্র খেলোয়াড় নন, বরং ফুটবলের এক দূত হিসেবেও কাজ করবেন। নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন তিনি।

মেসির মায়ামিতে থাকা মানে শুধুই খেলার সুযোগ নয়—এটা হলো উত্তর আমেরিকায় বিশ্বমানের ফুটবল সংস্কৃতির শেকড় গড়ার প্রতীক। এই চুক্তি তাই কেবল কাগজে-কলমে নয়, ইতিহাসের পাতায়ও লেখা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ