মঙ্গলবার সরকারি ট্রেজারি বন্ডের নিলাম

মঙ্গলবার সরকারি ট্রেজারি বন্ডের নিলাম

আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বছর মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের বিক্রির নিলাম। বাংলাদেশ ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই নিলামে ৪ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ট্রেজারি বন্ড ইস্যু করা হবে। এতে প্রতি বন্ডের বার্ষিক কাট-অফ ইয়েল্ড হারে কুপন বা মুনাফা ষান্মাসিকভিত্তিতে পরিশোধ করতে হবে।

নিলামে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারদের অংশগ্রহণের সুযোগ থাকবে। তাদের মাধ্যমে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। পাশাপাশি অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও প্রাইমারি ডিলারের মাধ্যমে নিজস্ব গ্রাহকদের জন্য বিড দাখিল করতে সক্ষম হবে।

নিলামের জন্য বিড দাখিল করতে হবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত ইলেকট্রনিক প্রক্রিয়া (এফএমআই) এর মাধ্যমে। তবে বিশেষ পরিস্থিতিতে ম্যানুয়াল বিডসও গ্রহণ করা হবে, যার জন্য সংশ্লিষ্ট বিভাগের অনুমতি প্রয়োজন।

নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ