গরমের দাপট চলবে, তবে শিগগিরই ঝড়বৃষ্টি নিয়ে আসছে স্বস্তি

গরমের দাপট চলবে, তবে শিগগিরই ঝড়বৃষ্টি নিয়ে আসছে স্বস্তি

চলতি এপ্রিল মাসে তাপমাত্রার উচ্চতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ৫ এপ্রিল থেকে বৃষ্টি এবং ৬ এপ্রিল সারাদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় গরম কিছুটা কমবে।

বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে, তবে এরপর থেকে ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, শুক্রবার (৫ এপ্রিল) ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এবং শনিবার (৬ এপ্রিল) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে।

এদিকে, আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া মাসজুড়ে পাঁচ থেকে ছয় দিন বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলজুড়ে একাধিক তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে দুই থেকে চারটি মৃদু-মাঝারি এবং এক-দুটি তীব্র তাপপ্রবাহ থাকবে। তবে মাসের মাঝামাঝি ও শেষদিকে বৃষ্টি ও ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে, যা গরম কিছুটা কমাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ