‘ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ’

‘ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খেলাপি ঋণের লাগাম টানতে এবং ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যাংক খাতের বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, দেশের কোনো ব্যাংকই বন্ধ হবে না, তবে যেসব ব্যাংক ঘুরে দাঁড়াতে ব্যর্থ হবে, সেগুলো অন্য সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে।

ড. আহসান জানান, বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ বিপুল পরিমাণে বেড়েছে এবং তিন মাসের মধ্যে এটি ৬০ হাজার ৭৮৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এর সমাধান করতে তিনি সুশাসনের বিকল্প দেখছেন না। তার মতে, ব্যাংকগুলোর পর্ষদে দুর্নীতি এবং অযোগ্যতা থাকলে সেগুলো ভেঙে দেয়া হবে।

তিনি আরও জানান, পাচার হওয়া অর্থের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে অনেক অর্থ শনাক্ত করা হয়েছে। এগুলো ফিরিয়ে আনার জন্য কাজ চলছে। গ্রাহকদের টাকা নিরাপদ রাখতে এবং ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ