দেশজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী, যশোর, ঢাকা, ফরিদপুর ও রাঙ্গামাটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত হতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী:
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, সিলেটে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
বিশেষজ্ঞদের পরামর্শ:
চলমান তাপপ্রবাহে গরমজনিত অসুস্থতা থেকে বাঁচতে বেশি পানি পান করা, সরাসরি রোদে কম যাওয়া এবং হালকা কাপড় পরার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।