বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর চাঁদের হাসি আইডিয়াল স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সামিরা টুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান দানবীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সমাজ দরদী মো: সিদ্দিকুর রহমান। ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণীল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত ও জাতীয় সংঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন শেষে মশাল প্রজ্জলন এবং মশাল দৌড়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনে সকলের মন জয় করে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি সিদ্দিকুর রহমান ও উদ্বোধক রাজিয়া সুলতানা রহমান সহ অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানান। দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য,কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজ সকালে নরসিংদীর রায়পুরা নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদের হাসি আইডিয়াল স্কুল এর সভাপতি মো: শফিকুল ইসলাম খোকার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুভ উদ্ধোধন করেন সামিরা ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক সমাজ সেবিকা রাজিয়া সুলতানা রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী বিশিষ্ট সমাজসেবক এড.মো. সাদেকুর রহমান সরকার খোকা, রায়পুরা সোনালী ব্যাংক সিনিয়র অফিসার ওমর ফারুক,
সামিরা টুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক মো: সাফওয়ান রহমান, নিলক্ষা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সেক্রেটারী মো. শাহ আলম সরকার, সমাজ সেবিকা মোসা আখী আক্তার,মোসা রেশমা আক্তার সুখী, তিশা ইসলাম সালমা সহ অন্যান্য অতিথি বৃন্দরা।
উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যরা ক্রীড়া পরিচালনা করেন মো. ইকবাল খান, মো: আকবর খান, মো: মোশারফ হোসেন, আকবর হোসেন বকুল, মো: শাহিন উদ্দিন, মো: আবুল হোসেন, মো: সিরাজুল ইসলাম, মো. হারিছুল হক, মো: আমির হোসেন, মো: মোস্তফা সরকার, শাহ-জালাল, মো: রাসেল আহমেদ, মো: শাহিন সরকার, মো: নজির আহমেদ, মো: আব্দুল গনি মিয়া,
মো: জিয়াউর রহমান, মো: মাইন উদ্দিন, মো: রাজিউদ্দিন রাজু, মো: রুবেল, মো: কাউছার আহমেদ প্রমুখ। উক্ত বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামিরা টুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সমাজ দরদী মো: সিদ্দিকুর রহমান তিনি বলেন, আমাদের এ সমাজ থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড সহ ঝগড়া বিবাদ সংঘাত দুর করে, ভাল সমাজ প্রতিষ্টা করতে প্রতিটি ভাল মানুষ এগিয়ে আসতে হবে, বিগত দিনে এলাকার অর্থনীতিক মানুষিক সহ বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে তা বন্ধ করা হলে এলাকার প্রতিটি মানুষ এর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।
যে কোন মুল্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড সহ সকল ধরনের মারা-মারি হানাহানি বন্ধ করতে হবে। সংঘাত নিমূল করে শিক্ষিত জাতি গঠন করতে হবে। বিভিন্ন মিডিয়ায় আমাদের এলাকার ঝগড়ার সংবাদ প্রচার হলে আমরা সবাই খুবই লজ্জিত হয়, এমন সংবাদ শুনতে চাই না,আগামী দিনে ভাল সু-সংবাদ শুনতে চাই। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বিকাশ ঘটাতে হবে।
খেলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, এটি আমাদের মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায়। খেলার মাধ্যমে আমরা শিখি কীভাবে জয়ের আনন্দ উদ্যাপন করতে হয় এবং পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। এ অনুষ্ঠানের সকল সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং আমার প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ, আজকের এই মনোমুগ্ধকর দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন।