ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের ব্যস্ত এলাকাগুলোতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে, যাতে অবৈধ অভিবাসীদের শনাক্ত করা যায় এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, রাজধানীর জননিরাপত্তা রক্ষার অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে সবাই আইন মেনে চলছেন এবং অভিবাসন আইন কেউ লঙ্ঘন করছে না।”
এই অভিযানে ৬০৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিলেন বাংলাদেশি—৩৩৫ জন। এছাড়া, ইন্দোনেশিয়ার ১২৭ জন, ভারতের ৮৮ জন, চীনের ৩৮ জন এবং ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের ২১ জন নাগরিক অন্তর্ভুক্ত ছিলেন।
অভিযান চলাকালীন রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি পায়, যা জনসাধারণের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে। তবে ইমিগ্রেশন বিভাগ এখনো নিশ্চিত করেনি যে, এ অভিযানে কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে কি না।
বিশেষজ্ঞরা মনে করছেন, মালয়েশিয়ার সরকার অবৈধ অভিবাসীদের কঠোর নজরদারির মাধ্যমে অভিবাসন নীতিকে আরও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। তবে অনেকে এটিকে বৈধ অভিবাসীদের জন্য উদ্বেগজনক বলেও মনে করছেন।