আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকার ‘মার্চ ফর গাজা’

আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকার ‘মার্চ ফর গাজা’

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই কর্মসূচিতে লাখো মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, সমাবেশে প্রায় এক লাখ মানুষ উপস্থিত ছিলেন, যারা সবাই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা শত শত ফিলিস্তিনের পতাকা নিয়ে উপস্থিত হন এবং ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান তোলেন। অনেকের হাতে ছিল বিশ্বনেতাদের বিরুদ্ধে প্রতিবাদী প্ল্যাকার্ড। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফিলিস্তিনে গণহত্যায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাদের কড়া ভাষায় সমালোচনা করা হয়।

এই ঐতিহাসিক কর্মসূচি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে। মার্কিন বার্তাসংস্থা এপি বলেছে, “বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ।” তারা বিক্ষোভের দৃশ্য, জনসমাগম ও স্লোগানসহ বিস্তারিত তুলে ধরে বলে, এটি ছিল শান্তিপূর্ণ এবং সুসংগঠিত প্রতিবাদ।

ওয়াশিংটন পোস্ট, ফার্স্টপোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট, স্টার ট্রিবিউন, টরন্টো স্টার, সিটিভি এবং আরও একাধিক সংবাদমাধ্যম এই কর্মসূচিকে আন্তর্জাতিক প্রতিবাদের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করেছে। টরন্টো স্টার শিরোনামে বলেছে, “বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ।” এসব প্রতিবেদনে শুধু সমাবেশের বিশালতা নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষের মানবিক অবস্থানও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

ফার্স্টপোস্ট তাদের বিশ্লেষণে বলেছে, “আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট জাতীয় সংকট: গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষের সমাবেশ।” তারা আরও উল্লেখ করে, এ ধরনের কর্মসূচি রাজনৈতিক অস্থিরতার মধ্যেও মানবিক চেতনার উজ্জ্বল প্রকাশ।

বিশেষজ্ঞদের মতে, এই সমাবেশ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান ও মানবিক মূল্যবোধকে দৃশ্যমান করেছে। গাজায় শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক জনমত গঠনে ঢাকার এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একইসঙ্গে, এটি ছিল এমন এক মুহূর্ত, যেখানে বাংলাদেশ একসঙ্গে কথা বলেছে – নিপীড়নের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ