‘বিচার বিভাগে রোডম্যাপ বাস্তবায়নে দ্রুত অগ্রগতি’

‘বিচার বিভাগে রোডম্যাপ বাস্তবায়নে দ্রুত অগ্রগতি’

বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নে সুপ্রিম কোর্ট ও অন্তর্বর্তীকালীন সরকার ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেন, “সরকারের আন্তরিক সহযোগিতায় বিভিন্ন স্তরে বিচারক নিয়োগ বৃদ্ধি, মামলাজট নিরসনে কার্যকর পদক্ষেপ, এবং বিশেষায়িত আদালত গঠনের কাজ দ্রুত এগিয়ে চলেছে।” বিশেষ করে বাণিজ্যিক আদালতের প্রাথমিক কাঠামো প্রস্তুত হয়ে গেছে এবং কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট চালুর প্রস্তুতিতে দুটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের রোডম্যাপে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত পরিবর্তনের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে জনগণ আরও দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার পাবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে একটি স্ট্রাটেজিক প্ল্যান তৈরি হবে যা বিচার বিভাগের আধুনিকায়নে মাইলফলক হয়ে থাকবে।

সেমিনারে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলা বলেন, “প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপ যুগোপযোগী এবং এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বতন্ত্রতা ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। তারা উভয়েই বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

সেমিনারে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাগণ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ