বন্দরে কিশোরী গৃহবধূকে মুখ ও হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ

বন্দরে কিশোরী গৃহবধূকে মুখ ও হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ

বন্দরে এক কিশোরী গৃহবধূ (১৬)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) ভুক্তভোগীর মা বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

ভুক্তভোগী কিশোরী একটি অনলাইনের ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে, গত ১ এপ্রিল রাত সাড়ে ১১টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি জনৈক লক্ষি বাড়ি পিছনে ছাগল রাখার একচালা ঘরে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে বলে জানা যায় অভিযোগ সূত্রে।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, তার মেয়ে অনলাইন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। গত ১ এপ্রিল কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত ১১ টার দিকে বন্দর চৌধুরী বাড়ি এলাকার কুতুবউদ্দিনের ছেলে টিপু সুলতান(২৬) একই এলাকার হাকিমের ছেলে সজিব হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজন মিলে নাসিম ওসমান মডেল স্কুল গেইটের সামনে থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। পরে জনৈক লক্ষি বাড়ি পিছনে ছাগল রাখার একচালা ঘরে নিয়ে মুখ ও হাত পা বেঁধে জোর পূর্বক ভাবে ৪ নরপশু ধর্ষণ করে পালিয়ে যায়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা ঘটার পর নিজেদের মধ্যে মিমাংশা করার চেষ্টা করে। কিন্তু সেটা হয়নি, তাই তারা বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করার আগেই অভিযুক্ত পরিবার দুদিন আগে থানায় ধর্ষণ অভিযোগকারীর বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে। আমরা ঘটনার তদন্ত করছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ