‘হজ-ওমরা বন্ধ করুন’

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় আজ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যায়ক্রমে ৪ লক্ষ লোকের সমাগমে ১৮টি পয়েন্টে হজ ওমরাহ বন্ধের দাবি জানিয়েছেন।

তিনি বলেন মানুষের জীবন বাঁচানো ফরজ, বড়ো হজ করাও ফরজ ওমরা পালন করা সুন্নত।

তিনি সৌদির বাদশা সালমানের উদ্দেশ্যে বলেন, হজ উমরা বন্ধ করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।

তিনি আরো বলেন, গাজাবাসির জন্য মূসলিম উম্মাহকে একত্রিত করে হজ ওমরার টাকা গাজাবাসির সহযোগিতায় সালমানের অগ্রণী দায়িত্ব নিতে হবে। পাশাপাশি বিশ্বের সকল মুসলিমকে এক করে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম মসজিদ, এই মসজিদের বিরুদ্ধে আর ষড়যন্ত্র ও গণহত্যা মেনে নেওয়া হবে না। মুসলমান ও আল আকসা মসজিদের দায় সৌদি আরবকে নিতে হবে। সৌদি আরব সকল মুসলমানদের ডাক দিয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটা আরো আগেই দরকার ছিল। এই মুহূর্তে চুপ থাকলে আল আকসা মসজিদ কোন দিন জানি উড়িয়ে দেয়। মনে রাখতে হবে আল আকসা ও গাজা ধ্বংস হলে কোন মুসলমান দেশ এই বিশ্বে নিরাপদ নয়। সৌদির বাদশার দালালি, তেলবাজি, বিলম্ব বাদ দিয়ে পশ্চিমাদের ভয় অপেক্ষা করে ইসরাইলকে মানচিত্র থেকে মুছে দিতে সিদ্ধান্ত নেয়া জরুরি।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ