ক্যাপ্টেন লিটনেই আস্থা হাথুরুসিংহের

বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহ মনে করেন, দলের জন্য যা দরকার সেটাই করবেন লিটন। কোচের প্রত্যাশা যে ইতিবাচক কিছুরই নির্দেশ করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। হাথুরু বলেছেন, ‘যা করার তা-ই করতে হবে। ব্যাটিংয়ের ব্যাপার আলাদা। যখন তুমি ব্যাটার, তখন তুমি সেরা ব্যাটার। আর অধিনায়ক হলো বাকি ১০ ক্রিকেটারের নেতা।’

চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দেবেন লিটন দাস। কেমন হবে টেস্টে লিটনের ক্যাপ্টেন্সি, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটাই জানালেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

লিটনকে শুরু থেকেই দেখেছেন হাথুরুসিংহে। টেস্ট ক্রিকেটে তার যখন অভিষেক, তখন জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্বে ছিলেন হাথুরুসিংহেই। মাঝে অনেকটা সময় পাড়ি দিয়েছেন টাইগার এই ব্যাটার। লিটন এখন পরিণত ক্রিকেটার। হাথুরুর অধীনে অভিষেক হয়ে তার অধীনেই হতে যাচ্ছে লিটনের টেস্ট নেতৃত্বের অভিষেক। তাই নতুন এই অধিনায়ককে নিয়ে প্রশংসা করতে ভোলেননি হাথুরুসিংহে। তিনি বলেন, ‘লিটন বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক সম্ভাবনা। অনেক তরুণ বয়স থেকে সে আছে, এখন আমরা এর সুফল পাচ্ছি। ২০১৭ সালে নিউজিল্যান্ডে গেলাম, তখন দুজন অতিরিক্ত খেলোয়াড় ছিল ইবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত। এখন ওরা নেতৃত্বের পর্যায়ে আছে। তাই যেকোনো প্রতিভা বিকাশের জন্য সময় দিতে হবে।’

কয়েক ম্যাচ খেলিয়ে খারাপ করলেই বাদ দেওয়ার পক্ষে নন হাথুরু, ‘দলে এখন তারা নেতৃত্বের জায়গাটা নিচ্ছে। তো আপনি এভাবেই খেলোয়াড়দের তৈরি করবেন। শুধু নিলেন, দুই-তিন ম্যাচ পারফর্ম না করলে বাদ দিয়ে দেবেন এমন হলে হবে না। ভালো প্রশ্ন ছিল, এটাই আসলে পথ। যদি আপনি প্রতিভা খুঁজে পান, তার ওপর ভরসা রাখতে হবে। এরপর আমরা ওই প্রতিভা বিকশিত হতে দেখবো।’

বুধবার সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ২০১৯ সালে আফগানদের বিপক্ষে টেস্ট হারের স্মৃতি ভুলে প্রতিশোধ নিতে মরিয়া লিটন-মুশফিকরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ