শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় ও প্রচারাভিযান

 

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি :

জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়, প্রচারাভিযান, বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রাঙ্গণে এই কর্মসুচির আয়োজন করে। সরকারি আশেক মাহমুদ কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে ‘শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় ও দলীয় প্রচারাভিযান কর্মসুচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কর্মসুচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো: শাকের আহমেদ, যুগ্ম সম্পাদক ওমর সানি, রিসালাত হোসেন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো: বুরহান, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক মো: সরোয়ার হোসেন,  রবিন, নিশাত, মো: রিপনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
৫ই আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের আকাঙ্খা, ছাত্ররাজনীতিতে তাদের প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা বিষয়ে আলোচনা করা হয়। মাদক, সন্ত্রাস, সহিংসতা ও ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন ছাত্রদল নেতারা। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও বুকলেট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও সৌন্দর্য্যবর্ধক গাছের চারা রোপন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ