ঈদেও রেহাই নেই, ইসরাইলের বর্বর হামলায় গাজায় নিহত ৬৪

ঈদেও রেহাই নেই, ইসরাইলের বর্বর হামলায় গাজায় নিহত ৬৪

গাজায় থামেনি ইসরাইলের ধ্বংসযজ্ঞ। পবিত্র ঈদুল ফিতরের দিনেও ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের দিন সকাল থেকেই গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। কিছু এলাকায় গোলাবর্ষণও করা হয়। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, বহু আহত মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

হামাস এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলি বাহিনী ঈদের পবিত্রতাকে অবজ্ঞা করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ঈদের দিন শিশুদের তাঁবুর ভেতর হত্যা করা হয়েছে, যা ইসরাইলের বর্বরতা ও নৃশংসতার চূড়ান্ত প্রকাশ।’

আন্তর্জাতিক মহল ইসরাইলের এই হামলার নিন্দা জানালেও যুদ্ধবিরতির কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। বরং ইসরাইল জানিয়েছে, তাদের সামরিক অভিযান চলবে।

গাজার সাধারণ মানুষ বলছে, ‘আমরা ঈদের আনন্দ ভুলে গেছি বহু আগেই। প্রতিদিন মৃত্যুর আতঙ্কে বেঁচে আছি। ঈদের দিনেও রেহাই পেলাম না।’

বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইলের লাগাতার এই আগ্রাসন গাজায় মানবিক বিপর্যয় আরও ঘনীভূত করবে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ