বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল আলী মৃধা স্মৃতি সংসদ এর উদ্যোগে নরসিংদীর কৃতি সন্তান জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি,বাংলাদেশ সমবায় সমিতির চেয়ারম্যান, রায়পুরা থেকে নির্বাচিত ২বারের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আব্দুল আলী মৃধার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে নরসিংদীর রায়পুরা আমিরগঞ্জ বালুয়াকান্দি মাদ্রাসা মাঠে রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি ও আমিরগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির যুগ আহবায়ক ও জেলা যুবদল সভাপতি মোহসিন হোসেন বিদ্যুৎ,
রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভুইয়া, ও সহ সভাপতি রফিকুল হক, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির সি: যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী আশাদুর রহমান মিলন ও যুব বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল আলী মৃধা স্মৃতি সংসদ এর মো: মাসুম মৃধা,জেলা তাঁতি দল সেক্রেটারি আলাউদ্দিন প্রধান, উপজেলা যুবদল সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক,
রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ,উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির ভূঁইয়া, রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন আমু,রায়পুরা পৌর শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ হাবিব ও সেক্রেটারি গোলাম মোস্তফা মিয়া, উপজেলা তাঁতীদলের সভাপতি মো: হুরমুজ মোল্লা ও সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরুজ আল মুজাহিদ, রায়পূরা পৌরসভা তাঁতি দলের সভাপতি চানঁ মিয়া ও সেক্রেটারী মো: বাদল মিয়া, সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মহিলা দল, বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দরা।
জানাগেছে,নরসিংদী রাজনৈতিক অঙ্গনের সিংহপুরুষখ্যাত রায়পুরার সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আব্দুল আলী মৃধা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য রাজনৈতিক অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছে।
তার মৃত্যুর খবরে রায়পুরাসহ সারা নরসিংদীতে শোকের ছায়া নেমে এসেছিল। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত মানুষের মধ্যে হাহাকার পড়ে যায়। শোকের মাতম শুরু হয় নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে। মরহুম আব্দুল আলী মৃধার ৩ টি জানাযা অনুষ্ঠিত হয়েছিল,নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা।
দ্বিতীয় নামাজের জানাজা রায়পুরায় সিরাজনগর হাইস্কুল মাঠে। তৃতীয় জানাজা আমিরগঞ্জ বালুয়াকান্দি মাদ্রাসা মাঠে। এখানে জানাজা শেষে মরহুম আব্দুল আলী মৃধাকে বালুয়াকান্দি গোরস্থানে দাফন করা হয়। বর্ষিয়ান রাজনীতিক আব্দুল আলী মৃধা রায়পুর উপজেলার করিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন নরসিংদী ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। কলেজ জীবনে তিনি ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
৭০ দশকের শেষ দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুপ্রেরণায় গঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুবদলে যোগদান করেন তিনি। একই সময়ে তিনি নরসিংদী জেলা বিএনপির সদস্য নির্বাচিত হন। তিনি নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী দল বিএনপি, নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরে তিনি জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন।
নব্বইয়ের দশকে তৎকালীন সরকার বন্ধ করে দিলে তিনি দৈনিক ইনকিলাব চালুর দাবিতে রাজপথে আন্দোলন করেন। এরশাদ সরকারের আমলে দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। মুক্তি পাওয়ার পর তিনি ১৯৯০ সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। রাজপথের নেতাখ্যাত মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধা ছিলেন অনলবর্ষী বক্তা। মৌলিক দিক থেকে আব্দুল আলী মৃধা ছিলেন আধিপত্যবাদবিরোধী একজন খাঁটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা।