চাঁদা না পেয়ে বৃদ্ধ মহিলাকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে বাড়িঘরে  হামলা ও বাড়িঘর ভাংগচুর অভিযোগ করেছেন এক নারী।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নের দড়িকান্দী এলাকায় ২৫ ফেব্রুয়ারী রাতে  আনোয়ারুল হুদার ছেলে কাউছার আহমেদ, কাউছার আহমেদ এর স্ত্রী শান্তা আক্তার  স্বামী-কাউছার আহমেদ, পরস্পর উচ্ছৃংখল, দাঙ্গাবাজ, পরধনলোভী ও খারাপ প্রকৃতির ব্যক্তিদ্বয়।
দীর্ঘদিন যাবৎ আমার পরিবারের সাথে জায়গা-জমি সংক্রান্ত বিষয়াদি নিয়া মনমালিন্য সহ শত্রুতা পোষন করিয়া আসিতেছে। এরই শত্রুতা সাধনের লক্ষ্যে সর্বদা মুসলিমা বেগমের নানাবিধ ক্ষতিসাধনের চেষ্টায় লিপ্ত আছে।
মুসলিমা বেগম ধর্মভিরু মানুষ ও পর্দাশীল  পরিবারের কেউ বাড়ীতে না থাকার সুবাধে কাউছার ও তার স্রী অনধিকার প্রবেশ করিয়া মুসলিমা বেগমের নিকট হইতে নগদ ৫,০০,০০০/-টাকা চাঁদা দাবী করে।
তাহার চাহিদা মোতাবেক টাকা পয়সা চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে কাউছার আহমেদ  অতর্কিক আক্রমন করিয়া আমার চুলের মুঠি ধরিয়া গলায় চাপ দিয়া কিল-ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে নীলা-ফুলা জখম করে। একপর্যায়  ঐ নারী হিজাব দিয়া গলায় ফাস দিয়া শ্বাসরোদ্ধ করিয়া হত্যার চেষ্টা করে। মুসলিমা বেগমের ছেলে মোঃ তামিম (১৫), মুসলিমা বেগমের উদ্ধার করিতে আগাইলে তারা কিল-ঘুষি মাথায় খামছি ও মুখ মন্ডলে এলোপাথারী ভাবে ঘুষি মারিয়া ফাটা রক্ত জমাট নীলা-ফুলা জখম প্রাপ্ত করে।
মুসলিমা বেগম  ডাকচিৎকার করিলে ১নং বিবাদী প্রকাশ করে যে, আমরা যদি এ এলাকায় বসবাস করিতে চাই তাহলে বিবাদীকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে তা না হইলে মুসলিমার পরিবারের সদস্যদের প্রানে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করে। কাউছারের নেতৃত্বে স্থানীয় কুখ্যাত আসামীরা খুন, অপহরন চাঁদাবাজি, মাদক সেবন মাদক সহ বহু অনুরুপ ঘটনার আসামী হিসেবে এলাকায় চিহ্নিত অপরাধী।
তাহারা সংঘবদ্ধভাবে চলাফেরা করে।  মুসলিমা বেগম ভয়ে আমার স্বপরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী জানান,এ বিষয়ে থানায়  অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ