নয়ন বড়ুয়া, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) ও রামগড় থানা পুলিশের যৌথ অভিযানে ভারত সীমান্ত পার করে অবৈধ ভাবে দেশে নিয়ে আসা বিপুল পরিমাণ সিগারেট ও ঔষধ সামগ্রীসহ দুই পাচারকারীকে আটক করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ফেনী নদীর কূল নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামালসহ আসামীদের আটক করা হয়।
আটককৃত মোঃ শাহজাহান (৫৯) উপজেলার ফেনীরকুল এলাকার মৃত মোঃ জাকির হোসেনের ছেলে এবং মোঃ রুবেল (২৮) একই এলাকার মোঃ শাহজাহানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুই পাচারকারী পালিয়ে গেছে জানায় বিজিবি।
সূত্র জানায়, বিজিবির রামগড় ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপির নাঃ সুবেঃ মোঃ শরীফ মাহবুব রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের রামগড় থানার এসআই মোহাম্মদ জাফর আলমের নেতৃত্বে একটি দল ফেনীনদীর কুল সংলগ্ন এলাকার মোঃ শাহজাহান আলীর বাড়ী তল্লাশী করে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা ভারতীয় ৩০ কার্টুন বেনসন সিগারেট, ৮ কার্টুন সিগারেটের ফিল্টার এবং ৬০০ কৌটা ঔষধসহ শাহজাহান ও রুবেলকে আটক করতে সক্ষম হয়।
সূত্র জানিয়েছে, পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ দুই আসামীকে রামগড় থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং পালিয়ে যাওয়া অপর দুই আসামী গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে যে কোন অপরাধ ঠেকাতে বিজিবি আগের চেয়ে আরো শক্ত অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।