‘উপমা সাহিত্য পুরস্কার’ পেলেন তরুণ লেখক শফিক হাসান

রম্যরচনায় ‘উপমা সাহিত্য পুরস্কার’ পেয়েছেন তরুণ লেখক শফিক হাসান। সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনের একটি হল রুমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২৩ সালে পুরস্কারপ্রাপ্তরা হলেন- শিশুসাহিত্যে নাসরীন মুস্তাফা, নাট্যকলায় আলমগীর মোহাম্মদ রনজু, কথাসাহিত্যের মো. জাকির হোসেন ও রম্যরচনায় শফিক হাসান। একই দিনে প্রদান করা হয় ২০২২ সালের পুরস্কারও।

পুরস্কৃতদের হাতে ক্রেস্ট, মানপত্র ও উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কবি ড. জাহাঙ্গীর হাবীবউল্লাহ, প্রধান অতিথি কানাডা প্রবাসী লেখক রূমানা চৌধুরী, ‘উপমা’ সাহিত্যপত্রিকার সম্পাদক সৈয়দা নাজমুন নাহার।

পুরস্কার প্রদানের প্রাসঙ্গিকতা উল্লেখ করে লেখক ও সম্পাদক সৈয়দা নাজমুন নাহার বলেন, ‘নবীন লেখকদের জন্য পুরস্কার উদ্দীপক হিসেবে কাজ করে। পুরস্কৃত হলে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। আরও ভালো লিখবে। এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণ সাহিত্যিকদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ